প্রধান উপদেষ্টার নতুন চমকপ্রদ সাক্ষাতকার

পুরুষ শাসকের উপকারিতা শুরু। অতিতে কোন শাসকের সামনে তাদেরকে এতটা হাস্যোজ্জ্বল দেখেছেন? আমি হলফ করে বলতে পারি, আলেমগন একজন পুরুষ শাসকের সাথে মন খুলে কথা বলেছেন, কথা বলার সময়, হাসি দেওয়ার সময়, মুসাফাহা করার সময় তাদের শারিরীক অবকাঠামো দেখেই বুঝা যাচ্ছে তারা যথেষ্ট সাভাবিক ছিলেন। এরপর ও ব্যর্থতার দিকে বারবার ছুটে চলেছি আমরা, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবশ্যই সন্দেহাতীতভাবে সত্য। মনোযোগ দিয়ে পড়েন, আবূ বাকরাহ (রাঃ) বলেন, সে বাণীটি হল, যখন নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ খবর পৌঁছল যে, পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً সে জাতি কক্ষণো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়। বুখারী-৪৪২৫

Comments

Popular posts from this blog

হিন্দুদেরও প্রিয় সংগঠন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশে

ভুল নীতি-আদর্শের কারণেই দেশ বারবার সংকটে পড়েছে, নীতি ও আদর্শের সংস্কার অপরিহার্য